জানুয়ারি ২২, ২০২৩
পাইকগাছা পৌরসভার প্রস্তাবিত বাস টার্মিনাল পরিদর্শণে এমপি ও মেয়র
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : আরো একধাপ এগিয়ে গেলো পাইকগাছা পৌরসভার প্রস্তাবিত আধুনিকমানের বাস টার্মিনাল নির্মাণ প্রক্রিয়া। টার্মিনাল নির্মাণের জন্য প্রস্তাবিত কয়েকটি নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু ও মেয়র সেলিম জাহাঙ্গীর। মেয়র, কাউন্সিলর, বাস মালিক ও শ্রমিক এবং দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এমপি বাবু, পৌরসভা ও গদাইপুর ইউনিয়নের সীমান্তবর্তী গোপালপুর ও বান্দিকাটী এলাকায় প্রস্তাবিত কয়েকটি স্থান পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রনজু, কাউন্সিলর অহেদ আলী গাজী, আলাউদ্দীন গাজী, আব্দুল গফফার মোড়ল, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি দাউদ শরীফ, আওয়ামী লীগনেতা এসএম রেজাউল হক, মসিউর রহমান, আব্দুল ওহাব বাবলু, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুবলীগনেতা কেডি বাবু, আব্দুল বারিক গাজী, শেখ রাজু আহমেদ, বাস মালিক সমিতির অমরেশ মন্ডল, শ্রমিক নেতা শেখ মিথুন মধু, বাবুল হাসান, শেখ জাহিদুল ইসলাম ও নূর আলী মোড়ল। উল্লেখ্য, অত্র উপজেলা সদর থেকে কয়রা এবং খুলনা রুটে দুই’শও অধিক বাস এবং ঢাকা রুটে চলাচলের জন্য অর্ধশতাধিক পরিবহন রয়েছে। বিপুল সংখ্যক বাস ও পরিবহন সহ অন্যান্য যানবাহন রাখার জন্য নির্দিষ্ট কোন বাস টার্মিনাল না থাকায় বাস মালিকরা অনেকটাই বাধ্য হয়ে প্রধান সড়কের উপর সারিবদ্ধভাবে বাস পার্কিং করে রাখে। ফলে একদিকে যেমন জনগুরুত্বপূর্ণ জিরোপয়েন্ট এলাকায় প্রতিদিন সৃষ্টি হয় যানজট এবং প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা। এলাকার যানজট নিরসন সহ নিরাপদ সড়ক নিশ্চিত করতে পাইকগাছা পৌর কর্তৃপক্ষ একটি আধুনিকমানের বাস টার্মিনাল নির্মাণের উদ্যোগ নিলেও সেটি দীর্ঘদিনেও বাস্তবায়ন হয়নি। অবশেষে জলবায়ু প্রকল্পের আওতায় পৌরসভার অনুকূলে প্রায় দেড়’শ কোটি টাকার বিশেষ বরাদ্দ পাওয়ায় বরাদ্দকৃত অর্থ থেকে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু’র সার্বিক সহযোগিতায় পৌরসভার আওতাধীন একটি আধুনিকমানের বাস টার্মিনাল নির্মাণের উদ্যোগ নিয়েছেন মেয়র সেলিম জাহাঙ্গীর সহ পৌর কর্তৃপক্ষ। প্রস্তাবিত এ প্রকল্পের আওতায় প্রায় ১০ বিঘা জমি অধিগ্রহণ করা হবে এবং এতে ১৫ থেকে ২০ কোটি টাকা সম্ভব্য ব্যয় হতে পারে বলে ধারণা করছেন পৌর কর্তৃপক্ষ। 8,574,312 total views, 2,082 views today |
|
|
|