জানুয়ারি ২, ২০২৩
পাইকগাছায় জাতীয় সমাজ সেবা দিবস পালিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে সোমবার সকালে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে “উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার সরদার আলী আহসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ওসি তদন্ত রফিকুল ইসলাম, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর। প্রভাষক বজলুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আব্দুল আজিজ। উপস্থিত ছিলেন কাউন্সিলর কবিতা দাশ, উপজেলা প্রাণী-সম্পদ কর্মকর্তা ডা. বিষ্ণুপদ বিশ্বাস, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সমবায় কর্মকর্তা বেনজির আহমেদ, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান, যুবলীগ নেতা দ্বীজেন্দ্রনাথ মন্ডল, ইউপি সদস্য এন্সেয়ারা বেগম, মেরী রাণী সরদার, সমাজকর্মী তাহেরা খাতুন ও কবরী দেবনাথ। 8,576,723 total views, 4,493 views today |
|
|
|