জানুয়ারি ২, ২০২৩
তালায় ২৪তম জাতীয় সমাজসেবা দিবস পালিত
তালা প্রতিনিধি : উন্নয়ন ও সমৃদ্ধি অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়- প্রতিপাদ্য সামনে রেখে তালায় ২৪তম জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার (২ জানুয়ারি) সকালে তালা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে উপ-শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তালা শিল্পকলা অ্যাকাডেমি হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা ১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা ফুৎফুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমনা শারমিন। ইউনিয়ন সমাজকর্মী তৌফিক ইমরান’র সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ি, তালা থানার ওসি চৌধুরী রেজাউল করিম, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, এনজিও সাস এর পরিচালক শেখ ইমান আলী, উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলী, ভূমিজ ফাউন্ডেশনের পরিচালক অচিন্ত্য সাহা প্রমুখ। সভা শেষে, সমাজসেবা অধিদপ্তরের আওতায় ৪ জন রোগীকে চিকিৎসার জন্য ৫০হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। এছাড়া সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় সুবিধাভোগী প্রতিবন্ধীদের হাতে ভাতার কার্ড তুলে দেয়া হয়। 8,574,135 total views, 1,905 views today |
|
|
|