জানুয়ারি ৫, ২০২৩
পাইকগাছায় সিপিপি ইউনিট টিম লিডারদের দিনব্যাপী ওয়ার্কসপ সভা অনুষ্ঠিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা প্রেসক্লাবে দিনব্যাপী সিপিপি টিম লিডারদের নিয়ে অত্র সংগঠনের গতিশীলতা বিষয়ক ও ঘূর্ণিঝড় সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও তার সমাধানের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইকবাল মন্টু, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম,ভাইস-চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সহকারী পরিচালক ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) মোঃ মামুনুর রশিদ, উপজেলা টিম লিডার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা ডেপুটি টিম লিডার পুরুষ বিশ্বজিৎ দফাদার ও নারী জবা খাতুন, শেখ জুলি, ইউনিয়ন টিম লিডার আসাদুজ্জামান খান, আব্দুল আলীম, তাপস ঘোষ,কবির উদ্দিন, ইউনিট টিম লিডার দীপঙ্কর বাবু, টুটুল আহম্মেদ, আবু মুসা, আনারুল ইসলাম, বাবু, আব্দুর রহিম বিশ্বাস’সহ সকল টিম লিডাররা। অনুষ্ঠান শেষে অতিথিদের মাঝে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) পাইকগাছা উপজেলার পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা উপহার ডায়েরী দেওয়া হয়। 8,424,495 total views, 8,268 views today |
|
|
|