জানুয়ারি ১৭, ২০২৩
পাইকগাছায় মতবিনিময় সভায় খুলনা জেলা ও দায়রা জজ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনা বিজ্ঞ জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলমের আগমন উপলক্ষ্যে মতবিনিময় ও সম্মাননা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা আইনজীবী সমিতির দ্বিতল ভবন মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম। এতে সভাপতিত্ব করেন আইনজীবী সমিতির সভাপতি পংকজ কুমার ধর। বিশেষ অতিথি ছিলেন, খুলনা সদরের সিনিয়র সহকারী জজ নয়ন বড়াল, পাইকগাছা সিনিয়র সহকারী জজ মেহেদী হাসান মুবারক মুনিম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ারুল ইসলাম, ওসি মোঃ জিয়াউর রহমান। সমিতির সাধারণ সম্পাদক শেখ তৈয়ব হোসেনের সঞ্চালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, সিনিয়র আইনজীবী জিএ সবুর, শেখ লোকমান হোসেন, সিনিয়র আইনজীবী জিএ সবুর, শেখ লোকমান হোসেন, কিশোরী মোহন মন্ডল, সমীর কুমার বিশ্বাস, পরিমল সরকার, পীযুষ কান্তি সরকার প্রমুখ। অনুষ্ঠানে বক্তাদের বিভিন্ন দাবির প্রেক্ষাপটে পাইকগাছায় যুগ্ম জেলা জজ আদালতের দাবি, লিগার এইড প্রোগ্রাম বাস্তবায়ন, আসামী প্রেরণ বিষয়সহ বিভিন্ন দাবির সাথে সহমত পোষণ করে কার্যকর ভূমিকা নিবেন বলে আশ্বাস প্রদান করেন জেলা ও দায়রা জজ। এরপর তিনি আদালত ভবন, সীমানা প্রাচীর, মডেল মসজিদ, জেলখানা ভবন, স্মৃতিসৌধ পরিদর্শন করেন। 8,576,620 total views, 4,390 views today |
|
|
|