পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছার আগড়ঘাটা বাজারের প্রধান সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম। জানা গেছে, উপজেলার জনগুরুত্বপূর্ণ এ সড়কের দুইটি ঝুঁকিপূর্ণ বাঁক যেখানে প্রতিনিয়ত দুর্ঘটনা কবলে পড়তে হয় পথযাত্রীদের।
অন্যদিকে এরাস্তা দিয়ে খুলনা-যশোর-ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে দক্ষিণ বঙ্গের মানুষের যাতায়াত করে। পাশাপাশি কয়রা, পাইকগাছার শত শত রপ্তানিযোগ্য চিংড়ি মাছ ও কাঁকড়ার ট্রাক যাতায়াত করে এ পথটি দিয়ে। এজন্য সময়ের দাবির প্রেক্ষিতে বাক সরলীকরণের কারণে সড়কের দুই পাশের খাস জমির অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে। এদিন ১২টা দোকান ঘর ও ১টা সরকারি চাঁননীঘরসহ ৭০ থেকে ৮০ মিটার স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।