জানুয়ারি ৬, ২০২৩
কয়রায় ১৬ জেলে আটক
![]() কয়রা (খুলনা) প্রতিনিধি : সুন্দরবন পশ্চিম বন বিভাগের নীলকমল বন টহল ফাঁড়ির অধিনস্থ বঙ্গবন্ধুর চর এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ পারশে পোনা ধরার অপরাধে দুটি ইঞ্জিন চালিত ট্রলারসহ ১৬ জেলে আটক করেছে বন বিভাগ। জানা গেছে ৫ জানুয়ারি ভোর সাড়ে ৪ টার দিকে নীলকমল বিশেষ টহল ফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে এই সকল ট্রলারসহ জেলেদেরকে আটক করা হয়। আটক জেলেরা হলেন, পাইকগাছা উপজেলার মিঠু গাজী, আব্দুর রাজ্জাক টুটুল, ইসলাম গাজী, এনামুল গাজী, আলী হোসেন, আল-আমীন, নুরুজ্জামান, রুহুল আমিন মোল্যা, লিটু গাজী, দাকোপ উপজেলার রুবেল গাজী, আলিহাসান শেখ, জাহাঙ্গীর শেখ, ইউসুফ শেখ, ফজলুর রহমান ও বাচ্চু ফকির। সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ড. আবু নাসের মোহসীন হোসেন বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। 5,741,383 total views, 732 views today |
|
|
|