জানুয়ারি ১০, ২০২৩
কালিগঞ্জ কৃষ্ণনগরে জমি দখল করাকে কেন্দ্র করে আহত এক
![]() কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জ কৃষ্ণনগর বাজারে সংখ্যা লঘুদের জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। ১০ ই জানুয়ারি মঙ্গলবার সকাল ৯ টার সময় কৃষ্ণনগর বাজার নতুন মার্কেটে রওশান কাগুচি গংরা সংখ্যা লঘুদের জমি জোরপূর্বক দখলের চেষ্টা কালে কৃষ্ণনগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাজার কমিটির সাংগঠনিক সম্পাদক রাম প্রসাদ হালদার ও বিশ্বজিত হালদার বাধা দিতে গেলে তাদেরকে গুরুতর জখম হয় রাম প্রসাদ হালদার শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি আছে আর বিশ্বজিৎ প্রথমিক চিকিৎসা শেষে তাকে বাড়ী নিয়ে আসে।
এদিকে ৯৯৯ নায়েনে ফোন দিলে এস, আই শামিউল ঘটনাস্থলে উপস্থিত হয়ে সবাইকে থানায় আসতে বলেন। 9,104,807 total views, 8,946 views today |
|
|
|