জানুয়ারি ১৫, ২০২৩
কালিগঞ্জে ১০০পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২
![]() নিজস্ব প্রতিনিধি: হাতে নাতে ১০০ পিস ইয়াবাসহ এক ক্রেতা ও এক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার বিকেল চারটায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পূর্ব নলতার জাহিদুর রহমানের চায়ের দোকানের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের ইছাপুর গ্রামের শওকত আলী বিশ্বাসের ছেলে মোঃ কবীর হোসেন(৩৭) ও একই উপজেলার পূর্ব নলতা গ্রামের শুকুর আলী গাজীর ছেলে হযরত আলী গাজী। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মামুন রহমান জানান, এ ঘটনায় সহকারি উপপরিদর্শক সৈয়দ আজিমুজ্জামান বাদি হয়ে রবিবার সন্ধ্যায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা (১১) দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। 5,696,829 total views, 465 views today |
|
|
|