জানুয়ারি ৬, ২০২৩
কলারোয়ায় শিবিলের চতুর্থ ওফাত দিবসে দোয়া অনুষ্ঠিত
![]() ফারুক হোসাইন রাজ, কলারোয়া সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়ায় কাজী আহনাফ আতিফ শিবিলের চতুর্থ ওফাত দিবসে দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ৬ জানুয়ারি) সকাল ১০ টার সময় কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে শিবিলের চতুর্থ ওফাত দিবস স্মরণ সভা দোয়ানুষ্ঠানের সভাপতিত্ব করেন কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হাকিম। অনুষ্ঠানটি শিবিল স্মৃতি পাঠাগারের আয়োজনে অর্থায়ন করেন শিবিল মেমোরিয়াল ফান্ড। কাজী আহনাফ আতিফ শিবিল ব্রাক ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কলারোয়ার কৃতিসন্তান কাজী আসাদুজ্জামানের বড় ছেলে। শিবিল ব্রাক বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের অধ্যয়নরত থাকাকালীন ২০১৯ সালের ৬ জানুয়ারিতে ভারতের ব্যাঙ্গালোরের নারায়ণী হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ১৯ বছর বয়সে মৃত্যুবরন করেন।
কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্কুল ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও পৌর সদরের তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম, প্রবীণ সাংবাদিক শেখ জুলফিকার রহমান জিল্লু, বেত্রবতী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক কামরুল হাসান, বিদ্যোৎসাহী সদস্য সাইদুজ্জামান, অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, আরিফুল হক চৌধুরী, মোরতেজা, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। 5,696,983 total views, 619 views today |
|
|
|