জানুয়ারি ২২, ২০২৩
আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা শওকত সরদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
![]() নিজস্ব প্রতিনিধি : আশাশুনির ফকরাবাদ গ্রামের বীর মুক্তিযোদ্ধা শওকত সরদার (৭০) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না ইলাহি…. রাজিউন) তিনি বড়দল ইউনিয়নের মৃত জহির উদ্দিন সরদারের ছেলে। দীর্ঘ দিন ধরে বার্ধক্য জনিত রোগে ভোগার পর শনিবার রাত ৯ টার দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। রবিবার সকালে ফকরাবাদ ঈদগাহ মাঠে মহান মুক্তিযুদ্ধের এই বীর মুক্তিযোদ্ধা কে গার্ড অব অনারের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। গার্ড অব অনার পরিচালনা করেন এস আই নবাব আলী। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আ. হান্নান, ওসি তদন্ত রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আকের আলী গাজী, ডেপুটি কমান্ডার আব্দুল করিম, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন বিশ্বাস, বিল্লাল গাজী, আফসার গাজী, ইউপি সদস্য ফারুক হোসেন আঙ্গুর প্রমুখ উপস্থিত ছিলেন। জানাযা নামাজে ইমামতি করেন, সাবেক ইউপি সদস্য হাফেজ মোঃ রুহুল আমিন। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ৪ পুত্র সন্তানসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। 5,697,034 total views, 670 views today |
|
|
|