জানুয়ারি ৫, ২০২৩
আশাশুনিতে জনপ্রতিনিধি ও সাফ জয়ী সাবিনাকে গণ সংবর্ধনা
![]() সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে ৭ নং শ্রীউলা ইউনিয়ন পরিষদের নির্বাচনে বর্ষপূর্তি উপলক্ষে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা আ ফ ম রুহুল হক এমপি, জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, সাফ বিজয়ী বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ও নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে গণ সংবর্ধনা প্রদান উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় ফুটবল মাঠে মহিষকুড় বিজিএম ক্লাবের সার্বিক সহযোগিতায় ইউনিয়নবাসীর পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শ্রীউলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ সরদার।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. রুহুল হক এমপি বলেন- নারী আন্দোলনের পুরোধা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন সাফ বিজয়ী অধিনায়ক সাবিনা খাতুনকে অভিনন্দন জানাই। তিনি বলেন অধ্যাবসায় ও ইচ্ছে শক্তি থাকলে মানুষ একদিন সাবিনার মতো সফল হতে পারবে।
নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার বিজয়কে নিশ্চিত করতে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে। 5,741,264 total views, 613 views today |
|
|
|