ডিসেম্বর ৩০, ২০২২
প্রকাশ্যে ধুমপান ও অস্বাস্থ্যকর খাবার বিক্রির দায়ে জরিমানা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার পৌর সদরে মেইন রোড ও বাজারের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে এ ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মমতাজ বেগম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন। এ সময় প্রকাশ্যে ধূমপান করায় ৩ জনকে ৩শ’ টাকা ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে একজন কে ৫শ’ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে একই সময়ে পাইকগাছা বাজারে বিভিন্ন খাবার হোটেলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে গাজী হোটেল মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন। তিনি জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে 8,577,216 total views, 4,986 views today |
|
|
|