দেবহাটা প্রতিনিধি : সিসি ক্যামেরার আওতায় এখন দেবহাটার ঈদগাহ বাজার। সোমবার রাত সাড়ে ৯টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সিসি ক্যামেরার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এবি এম খালিদ হোসেন সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানে সখিপুর ইউপি চেয়ারম্যান ও ঈদগাহ হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ঈদগাহ হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সবুজ। এসময় উপস্থিত ছিলেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুর রব লিটু, উপজেলা কৃষকলীগের আহবায়ক ও ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল, সখিপুর ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল হোসেন, মহিলা ইউপি সদস্য জুলেখা খাতুন, হামিদা পাভিন, ঈদগাহ হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি শাহাজান আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক ও ৭নং ওয়ার্ড ইউপি সদস্য ডাঃ নজরুল ইসলামসহ কমিটির অনন্য নেতৃবৃন্দ।