ডিসেম্বর ২৯, ২০২২
বই উৎসবের জন্য আশাশুনিতে প্রাথমিকের বই এসেছে ৮৩৮৫০টি
![]() নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে ১ জানুয়ারি বই উৎসবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য ৮৩ হাজার ৮৫০ টি নতুন বই ও অনুশীলণী খাতা এসে পৌঁচেছে। ইতিমধ্যে এসব বই ও খাতা নতুন বছরে শিক্ষার্থীদের হাতে তুলে দিতে স্কুল সমুহের শিক্ষকদের কাছে হস্তান্তর করা হয়েছে। উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম জানান, প্রাক প্রাথমিক শ্রেণির নতুন বই না আসলেও প্রয়োজনীয় সংখ্যক ৪৮৭০ টি অনুশীলনী খাতা এসেছে। ১ম শ্রেণির সকল বই ৪৯৮০ খানা বই, ২য় শ্রেণির সকল বই ৫৫১০ খানা বই এসেছে। ৩য় শ্রেণির ৫৩১০ খানা, ৪র্থ শ্রেণির ৫২৭০ খানা ও ৫ম শ্রেণির ৫২৬০ খানা বই এসে গেছে। ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির বাংলা, গণিত ও বিজ্ঞান বই এখনো আসেনি। প্রাক প্রাথমিক, ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির সর্বমোট ৫২ হাজার ৩৯০ টি বই আসতে বাকী রয়েছে। যা যেকোন সময় এসে পৌছবে বলে তিনি জানান। ১ জানুয়ারী সকল প্রতিষ্ঠানে বই উৎসবে সকল শ্রেণির শিক্ষার্থীদের হাতে প্রাপ্ত বই তুলে দেওয়ার জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। 5,716,859 total views, 1,877 views today |
|
|
|