ডিসেম্বর ১৩, ২০২২
পাইকগাছায় উপজেলা কৃষি ঋণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় উপজেলা কৃষি ঋণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ঋণ কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। কৃষি ঋণ কমিটির সদস্য সচিব কৃষি ব্যাংকের ম্যানেজার হাদিস উজ্জামান এর সঞ্চালনায় সরকারি নির্দেশনা মোতাবেক কৃষি ঋণের তাৎপর্য তুলে ধরে এসময়ে বক্তৃতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস, সমবায় কর্মকর্তা মোঃ বেনজির আহমেদ, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, বিআরডিবি কর্মকর্তা রাজীবুল হাসান, পাইকগাছা সোনালী ব্যাংকের ম্যানেজার মোঃ আরিফ উদ্দীন, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, এস আই বিএল ম্যানেজার বদরুল হুদা, ইসলামী ব্যাংক প্রিন্সিপাল মোস্তফা আবু তাহের, অন্যান্য কর্মকর্তারা হলেন, সজীব শেখ, নবকুমার মন্ডল, সুব্রত কুমার হালদার, সঞ্জয় কুমার সরকার, তাপস ঘোষ, মোঃ তমাল পারভেজ, সজল রায় প্রমুখ। সভায় কৃষি খাতকে সমৃদ্ধ করতে সরকারি নির্দেশনা বাস্তবায়নে মসলা জাতীয় পণ্য, ডাল, গম, ভুট্টা চাষী, বর্গাদারকে মাত্র ৪% ঋণ বিতরণের ক্ষেত্রে গুরুত্ব আরোপ, যেখানে সরকার ভূর্তকীসহ ঋণ বিতরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এটা কৃষক ও সাধারণের মাঝে বিস্তারিত প্রচার ব্যবস্থার জন্য নির্দেশনা, নার্সারি ও প্রাণিসম্পদ ঋণ বাড়ানো এবং শীর্ষ ঋণ খেলাপিদের ঋণ আদায় জোর প্রচেষ্টা চালানো কথা বলা হয়েছে। 8,579,646 total views, 7,416 views today |
|
|
|