ডিসেম্বর ২৫, ২০২২
দক্ষিণ বেদকাশী মাধ্যমিক বিদ্যালয়ে মিলন মেলা
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী মাধ্যমিক বিদ্যালয়ে পূর্ণমিলন বর্ণাঢ্য অনুষ্ঠানে দিনভর ছিল অগ্রজ-অনুজের মিলনমেলা। প্রতিষ্ঠার ষষ্ঠ দশকে ১ম বারের মতো রবিবার (২৫ ডিসেম্বর) বিদ্যালয় চত্বরে জমকালো আয়োজনে উৎসবমুখর পরিবেশে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর প্রিয় ক্যাম্পাসে প্রিয় বন্ধুদের কাছে পেয়ে আনন্দে মেতে ওঠেন সবাই। অনুষ্ঠানের তিনদিন আগেই বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনীতে পুরো ক্যাম্পাস সেজেছিল বর্ণিল আলোকছটায়। নানান বয়সের প্রাক্তনদের আবেগ যেন একটু বেশিই ছিল। তাদের আবেগ-স্মৃতিচারণ-আড্ডা ছুঁয়ে যায় বিদ্যালয় মাঠ। আর গানের সেই কলির মতোই ‘প্রাণ জুড়াবে তাই’ এর মতোই দীর্ঘদিনের পুরনো বন্ধু, সতীর্থ, শিক্ষক-শিক্ষার্থীদের পেয়ে প্রাণ জুড়িয়েই শেষ হয় পুনর্মিলনী অনুষ্ঠান। বিদ্যালয় প্রতিষ্ঠার ৬০ বছরে আয়োজিত পুনর্মিলনী মিলনমেলায় প্রাক্তন শিক্ষার্থীরা যেন হারিয়ে গিয়েছিলেন সেই পুরনো দিনের স্মৃতিতে। খুঁজে ফিরেছেন শিক্ষাজীবনের দিনগুলোর স্মৃতিকথা। উৎসবে শামিল হওয়া প্রাক্তন শিক্ষার্থীদের অনেকেই এখন দেশ-বিদেশে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। আর তাঁরাই যেন ফিরে যান সেই উচ্ছল তারুণ্যভরা দিনগুলোতে। পুরনো সব বন্ধু আর সহপাঠীকে পরস্পর জড়িয়ে ধরে হয়েছেন আত্মহারা। হাতে হাত আর বুকে বুক মিলিয়ে করেছেন কুশল বিনিময়। অনেকে আবার প্রিয় সহপাঠীকে পেয়ে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। মোবাইল ক্যামেরায় নিজেদের বন্দী করেন নতুন করে। পুনর্মিলন উদযাপন কমিটির আহবায়ক হরষিত কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তৃতা করেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা পর্বে ক্রেস্ট, উপহার সামগ্রী তুলে দেবার পর অনুভূতি প্রকাশ পর্বে শিক্ষকদের বক্তৃতায় উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে এক অনন্য পরিবেশের সৃষ্টি হয়। পুনর্মিলনী উদযাপন কমিটির সদস্য সচিব আশরাফুল নূরের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আছের আলী মোড়ল, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আঃ ছালাম খান, বিদ্যালয় পরিচলনা কমিটির সভাপতি আঃ রউফ টোটন, প্রধান শিক্ষক পারভীন আক্তার বানু, সাবেক সভাপতি আঃ রহমান বাচ্চু, প্রাক্তন ছাত্র নারায়ন চন্দ্র, মশিউর রহমান মিলন, আশুতোষ মন্ডল, আঃ খালেক, আঃ মান্নান, আয়ুব আলী মিল্টন, ইউপি সদস্য ওসমান গনি খোকন প্রমুখ। এছাড়া প্রাক্তন শিক্ষকদের ক্রেস্ট সম্মননা প্রদান করা হয়। যাদেরকে সম্মননা প্রদান করা হয় তারা হলেন, প্রাক্তন শিক্ষক নুর-মোহাম্মাদ মোড়ল, হরষিত কুমার মন্ডল, আব্দুল মতলেব, আব্দুল হামিদ, নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ মন্ডল, মোজাম্মেল হক, নিরাপদ গাইন, মাওলানা শহিদুল ইসলাম, মতিলাল গাইন ও সোলাইমান। বিকেল গড়াতেই সাংস্কৃতিক অনুষ্ঠানে খুলনার সিলভার এন্টারটেইনমেন্টের পরিবেশনায় সূরের মোহনায় বিমোহিত হন সকলেই। আর সকাল থেকেই ছিল সাংস্কৃতিক মঞ্চে বিনাপানি অগ্রদূত শিল্পগোষ্ঠির মনমুগ্ধকর পরিবেশনা। অনুষ্ঠানস্থলে প্রবেশ পথেই প্রাক্তন শিক্ষার্থীদের হাতে স্মরণিকা, টিশার্ট, সকালের নাস্তা ও দুপুরের খাদ্য কূপনসহ উপহার সামগ্রী তুলে দেয়া হয়। 8,618,528 total views, 10,185 views today |
|
|
|