ডিসেম্বর ২৮, ২০২২
কলারোয়ায় রাতের আঁধারে স্কুলের ভবন উধাও
![]() কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় রাতারাতি একটি সারকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিতাক্ত ভবণ ও ভবণের মালামাল উধাও হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে-উপজেলার কেরালকাতা ইউনিয়নের কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এ বিষয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক এসএম শহিদুল ইসলাম জানান, গত ২৩ ডিসেম্বর থেকে ২৫ তারিখ পর্যন্ত সরকারি ছুটি ছিলো স্কুলের। এই সময়ের মধ্যে কে বা কাহারা স্কুলের পরিত্যক্ত ভবনের কিছু মালামাল চুরি করে নিয়ে গেছে। তিনি বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে জানিয়েছেন। বিদ্যালয়ের ম্যাসেজিং কমিটির সভাপতি জহুরুল ইসলাম লাল্টু জানান, স্ত্রীর চিকিৎসার কারনে বাড়ীতে না থাকায় তিনি শুনেছেন যে বিদ্যালয় ছুটি থাকায় কে বা কাহারা রাতের আধারে পরিতাক্ত ভবনের কিছু নষ্ট টিন চুরি করে নিয়ে গেছে। এ দিকে রাতের আঁধারে একটি সরকারী স্কুলের পরিত্যক্ত ভবনসহ মালামাল লুট হওয়ার ঘটনায় এলাকার সচেতন মহল স্কুলের প্রধান শিক্ষকসহ পরিচালনা কমিটির জড়িত থাকার দাবী করেছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এএইচএম রোকুনুজ্জামান জানান, তিনি বিষয়টি শুনেছেন এবং প্রধান শিক্ষক একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ডিপিও স্যারের অনুমতি নিয়ে তদন্ত পূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। 5,686,601 total views, 1,520 views today |
|
|
|