নভেম্বর ৪, ২০২২
দেবহাটায় রাইফেল-গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩
দেবহাটা প্রতিনিধি : দেবহাটা থানার অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে কাটা রাইফেল, গুলি, রামদা ও রাউডিসহ ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে এসআই হাফিজুর রহমান, এএসআই হুমায়ন কবীর সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সূত্রে ডাকাতির তথ্য পেয়ে নওয়াপাড়া ইউনিয়নের দেবিশহর গ্রামস্থ মৃত অনিল স্বর্ণকারের পরিত্যক্ত বাড়ির পূর্ব পার্শ্বে আম বাগানের মধ্যে অভিযান পরিচালনা করেন। এসময় নোড়ারচক গ্রামের ওমর আলী গাজীর ছেলে শরিফুল ইসলাম গাজী (৩৫), একই এলাকার মৃত আবু বক্কর গাজী কামরুল গাজী (৫০), কালীগঞ্জ উপজেলার ভাঙ্গানমারি গ্রামের মৃত আনছার আলী সরদার মুরশিদ আলী সরদার (৫০) গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ১টি কাটা রাইফেল ও ৭ রাউন্ড গুলি, ২টি রামদা, ১টি রাউডি ও অন্যান্য সরঞ্জামাদি জব্দ হয়। দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ জানান, ডাকাতি সংঘটিত হওয়ার পূর্বে ৩ ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় ১টি অস্ত্র মামলা-৫ এবং ডাকাতির প্রস্তুত মামলা নং-৬ হয়েছে। আসামীদেরকে শুক্রবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 8,765,073 total views, 5,633 views today |
|
|
|