নভেম্বর ৩, ২০২২
দেবহাটার সখিপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ে গণশুনানী অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক (লিগ্যাল এইড) প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ১১ টার দিকে সখিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত হয়।
গনশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার মনিরুল ইসলাম বলেন, সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে অসহায়, গরীব মানুষদের সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান করা হচ্ছে জানিয়ে প্রধান অতিথি আরও বলেন, আইন সবার জন্য সমান, এখানে ধনী-গরীবের কোন ভেদাভেদ নেই। আপনার এলাকার গরীব বা অসহায় মানুষ যে কোন সমস্যায় পড়লে তাদেরকে জেলা লিগ্যাল এইড অফিসে পাঠিয়ে দেবেন। আপনাদের সহযোগিতা পেলে জেলার গরীব, অসহায় ব্যক্তিদের সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান এবং তাদের আইনী অধিকার নিশ্চিত হবে। এসময় তিনি আইনগত সহায়তা প্রদান আইন ২০০০ এবং সরকারি লিগ্যাল এইড কার্যক্রমের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের আইন সহায়তা বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর এবং পরামর্শ প্রদান করেন ‘পিপিজে-সাতক্ষীরা এ্যাকটিভিটি’র’ প্রোগ্রাম ম্যানেজার মো: ইউনুস আলী। 8,764,980 total views, 5,540 views today |
|
|
|