নিজস্ব প্রতিনিধি : দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী দক্ষিণ পারুলিয়া স্পোটিং ক্লাব মাঠে ৬ দলীয় ফুটবল খেলার শুভ উদ্বোধন হয়েছে। রবিবার (৩০ অক্টোবর) বিকাল ৪ টায় দক্ষিণ পারুলিয়া স্পোটিং ক্লাব মাঠে স্পোর্টিং ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত আঞ্চলিক ফুটবল খেলায় পারুলিয়া ইউপির ৭নং ওয়ার্ডের মেম্বার ও ক্লাবের ক্রীড়া সম্পাদক অসীম কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী খেলার শুভ উদ্বোধন করেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
উক্ত উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্নুর, দেবহাটা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক লিটন ঘোষ বাপি, আওয়ামী লীগ নেতা শেখ আব্দুল কাশেম, উপজেলা কৃষক লীগের সদস্য সচিব হুমায়ূন কবির হীম প্রমুখ।