অক্টোবর ২৭, ২০২২
নানা কর্মসূচির মধ্য দিয়ে কলারোয়ায় মর্যাদায় জাতীয় শিক্ষক দিবস উদযাপন
ফারুক হোসাইন রাজ, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য র্যালি ও দিন ব্যাপি নানান কর্মসূচির মধ্যে দিয়ে শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১০ টার সময় উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। ‘শিক্ষকের হাত ধরেই নিরন্তর শুরু হয় শিক্ষার রুপান্তর’ বাহারি রঙের প্লাকার্ডি হাতে নিয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিক শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যালিটি প্রাণবন্ত হয়। র্যালিটি পৌর সাদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে আলোচনা সভায় গিয়ে শেষ হয়। কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ এসএম আনোয়ারুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা কলারোয়া সাতক্ষীরা ১ আসনের সাংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ এমপি। যথাযোগ্য মর্যাদায় এ বছর শিক্ষক দিবস উদযাপনে মূল প্রতিপাদ্য ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু।’ কলারোয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ আতিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার, কলারোয়া পৌরসভার মেয়র ও প্রধান শিক্ষক মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবুবকর সিদ্দিক, অবসরপ্রাপ্ত প্রফেসর আবদুল মজিদ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ আইয়ুব আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক ইউনুস আলী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রউফ, শিক্ষা অফিসার এইচএম রোকুনুজ্জামান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, শিক্ষক গোলাম রব্বানী, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের শিক্ষক আবুল খায়ের, অবসর প্রাপ্ত শিক্ষক গোলাম রসূল শাহী, হেলাতলা টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ কবির উদ্দিন বিশ্বাস, কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব, মাওলানা রেজাউল করিম, ইসলামপুর দাখিল মাদ্রাসার সুপার ইদ্রিস আলী, অধ্যাক্ষ আবুবক্কর সিদ্দিক, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, মোঃ রুহুল আমিন, শিক্ষক বাকিবিল্লাহ শাহী, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা তৌহিদুর রহমান, প্রধান শিক্ষক মোঃ মুজিবর রহমান প্রমূখ। 8,574,239 total views, 2,009 views today |
|
|
|