অক্টোবর ১০, ২০২২
দেবহাটা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দায়িত্বভার গ্রহণ
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্বভার গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় দেবহাটা প্রেসক্লাবের সভাকক্ষে আহবায়ক কমিটি উক্ত দায়িত্বভার প্রদান করেন। এসময় দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন দায়িত্ব বুঝে নেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে দায়িত্ব গ্রহন করেন সহ-সভাপতি অধ্যাপক রাজু আহম্মেদ ও আবু হুরায়রা, যুগ্ম সম্পাদক মোমিনুর রহমান ও লিটন ঘোষ বাপি, অর্থ সম্পাদক আরাফাত হোসেন লিটন, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন সবুজ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এম,এম মামুন, কার্য্যনির্বাহী সদস্য রুহুল আমিন ও বায়োজিত বোস্তামি উজ্জল। এদিকে নির্বাচন পরিচালনাকালীন আহবায়ক আজিজুল হক আরিফ, সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, আব্দুস সালাম সংক্ষিপ্ত বক্তব্যে বিভিন্ন বিষয় উপস্থাপন ও দায়িত্ব অর্পন করে নব-কমিটির মঙ্গল কামনা করেন। এছাড়া অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আব্দুর রব লিটু, সাবেক যুগ্ম-সম্পাদক নির্মল কুমার, সাংগঠনিক সম্পাদক পদপ্রাার্থী কবির হোসেন ও সুমন বাবু, সদস্য দিপঙ্কর বিশ্বাস, মিজানুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা। 8,766,209 total views, 6,769 views today |
|
|
|