অক্টোবর ৪, ২০২২
বাংলাদেশের মেয়েরা এখন আর পিছিয়ে নেই ------দেবহাটায় কন্যা শিশু দিবসে এমপি রুহুল হক
এমএ মামুন, দেবহাটা প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-০৩ আসনের সাংসদ অধ্যাপক ডা: আ.ফ.ম রুহুল হক এমপি বলেছেন, ‘বাংলাদেশের মেয়েরা এখন আর পিছিয়ে নেই। বর্তমানের দেশের সর্বক্ষেত্রে মেয়েদের জয়জয়কার। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, খেলাধুলা, আইন ও বিচার বিভাগেও বর্তমানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে নারীরা। বাংলাদেশের নারীরা পৃথিবীর সর্বোচ্চ পর্বত-শৃঙ্গ এভারেস্ট থেকে শুরু করে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ জয় করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। একজন ছেলে সন্তানের মতো মেয়ে সন্তানও অর্জিত শিক্ষা, মেধা এবং দক্ষতার মাধ্যমে সাফল্য অর্জন করতে সক্ষম। সেজন্য রাষ্ট্র, সমাজ ও পরিবার থেকে ছেলে মেয়ের বৈষম্য দূর করতে হবে। পাশাপাশি বাল্যবিবাহ, যৌতুক প্রথাসহ সমাজে বিরাজমান অন্যান্য কুসংস্কার ভেঙে মেয়েদের সম অধিকার প্রতিষ্ঠা করতে হবে।’ মঙ্গলবার দেবহাটায় আয়োজিত জাতীয় কন্যা শিশু দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সময়ের অঙ্গীকার, কন্যা শিশুর অধিকার- শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রোজেক্টের সহযোগিতায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন। মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহানের সঞ্চালনায় এসময় কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা উপজেলা আওয়ামী লীগ নেতা আলী মোর্তজা মো. আনোয়ারুল হক, শেখ ফারুক হোসেন রতন, কৃষি অফিসার শরীফ মোহাম্মাদ তিতুমীর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল লতিফ, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রোজেক্টের অ্যাডভোকেসী ও জেন্ডার বিষয়ক অফিসার অনিন্দিতা বিশ্বাস, উপজেলা যুবলীগ সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, ছাত্রলীগ নেতা সাইদুর রহমান তন্ময়সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভা শেষে নেতা-কর্মীদের সাথে নিয়ে সেলাই মেশিন,মোটর ভ্যান বিতরণ সহ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন এমপি রুহুল হক। 8,855,702 total views, 2,974 views today |
|
|
|