অক্টোবর ২৭, ২০২২
দেবহাটায় শিক্ষক দিবসে র্যালী ও আলোচনা সভা
দেবহাটা ব্যুরো : দেবহাটায় জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সারাদেশের ন্যায় দেবহাটায় এ দিবস পালিত হয়। শুর”তে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস চত্বর থেকে একটি র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দেবহাটা সরকারি পাইলাট হাইস্কুল মাঠে যেয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় সরকারি খানবাহাদুর আহছান উল্লা কলেজের অধ্যক্ষ মোল্লা সাবির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। শিক্ষক সঞ্জয় কুমারের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসেন, সহকারী শিক্ষা অফিসার মুনির আহমেদ, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়ার কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, দেবহাটা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হাফিজুর রহমান, দেবহাটা সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম, নাংলা ফতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এনামুল হক, সখিপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, কামটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়র”ল আলম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক, প্রথমিক ও মাদ্রসার শিক্ষক-শিক্ষিকাগন উপস্থিত ছিলেন। 8,766,081 total views, 6,641 views today |
|
|
|