আগস্ট ১৬, ২০২২
দেবহাটায় ইজিবাইক ফেরত না দেওয়ায় চালকের নামে অভিযোগ দায়ের
দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় ভাড়ায় চালানোর নাম করে এক ব্যক্তির মালিকানাধীন ইজিবাইক নিয়ে পালিয়েছে চুক্তিবদ্ধ চালক নাসির উদ্দীন। গত ১০ আগস্ট থেকে হলুদ রংয়ের ওই ইজিবাইকটিসহ লাপাত্তা রয়েছে সে। পলাতক ইজিবাইক চালক নাসির উদ্দীন দেবহাটা উপজেলার হাদীপুর গ্রামের শওকাত আলীর ছেলে। এনিয়ে মঙ্গলবার পলাতক ইজিবাইক চালকের বিরুদ্ধে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ইজিবাইকটির মালিক আস্কারপুর গ্রামের ফজর আলীর ছেলে ফিরোজ কবির। লিখিত অভিযোগে ফিরোজ কবির বলেন, পাশাপাশি এলাকায় বাড়ি হওয়ার সুবাদে দীর্ঘদিন ধরেই তারা একে অপরের পূর্ব পরিচিত ছিলেন। অভাব অনটনের কথা বলে দৈনিক ২০০ টাকা চুক্তিতে ভাড়ায় চালানোর নাম করে ২০২১ সালের ২রা অক্টোবর ফিরোজ কবিরের মালিকানাধীন হলুদ রঙের ইজিবাইকটি ভাড়া নেন নাসির উদ্দীন। মাঝেমধ্যে ভাড়া বাবদ কিছু টাকা মালিককে দিলেও চলতি মাস পর্যন্ত নাসিরের কাছে ১৬ হাজার টাকা বকেয়া পাওনা ছিল মালিক ফিরোজ কবিরের। ইতোপূর্বে কয়েকবার টাকা দেয়ার জন্য তাগিদ দিলেও ফিরোজ কবিরকে টাকা না দিয়ে তাল-বাহানা করে আসছিল ইজিবাইকের চালক নাসির। সর্বশেষ গত ১০ আগস্ট থেকে নাসির তার মোবাইল ফোন বন্ধ করে ইজিবাইকটি নিয়ে পলাতক রয়েছে। সম্প্রতি একাধিকবার নাসিরের বাড়িতে গিয়েও স্বজনদের কাছে তার কোন সন্ধান পাননি ইজিবাইকের মালিক ফিরোজ কবির। এনিয়ে মঙ্গলবার তিনি থানায় লিখিত অভিযোগটি দায়ের করেন। এ ব্যাপারে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ বলেন, ইজিবাইকটির মালিক বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি। 8,772,171 total views, 3,894 views today |
|
|
|