আগস্ট ২৪, ২০২২
কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন প্রার্থীদের মনানয়নপত্র জমা
কেশবপুর প্রতিনিধি: কেশবপুর প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচন বুধবার মনানয়নপত্র জমা দানর দিন ১৫ টি পদের বিপরীত ২৫ প্রার্থী মনানয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশন চেয়ারম্যান আব্দুস সালাম জানান, সভাপতি পদে বর্তমান সভাপতি আশরাফ উজ-জামান খান ও আজিজুর রহমান, সহসভাপতির ২ টি পদের বিপরীত ৩ জন হলেন মোতাহার হোসাইন, আব্দুল হাই সিদ্দিকী ও রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, যুগ্ম সম্পাদকের ২টি পদে উৎপল দে , সিদ্দিকুর রহমান ও আব্দুল্যা আল ফুয়াদ, কোষাধ্যক্ষ পদে শামসুর রহমান ও রুহুল বিশ্বাস,দফতর সম্পাদক পদে মশিয়ার রহমান ও সোহেল পারভেজ, গাগার সম্পাদক মতিয়ার রহমান ,ক্রীড়া ও সাংস্কিৃতিক সম্পাদক পদে শেখ শাহিনুর ইসলাম ও শুশা মল্লিক, নির্বাহী কমিটির সদস্য ৫টি পদের বিপরীত ৮ জন হলেন আব্দুস সাত্তার মোল্যা,আব্দুর রাজ্জাক,শাহিনুর রহমান, আব্দুল করিম , মেহেদী হাসান জাহিদ, কে এম কবীর হোসেন, তন্ময় মিত্র বাপী ও আলমগীর হাসান। নির্বাচন আগামি ১১ সেপ্টেম্বর। 5,944,089 total views, 1,901 views today |
|
|
|