জুলাই ৩০, ২০২২
দেবহাটার শিমুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা
নওয়াপাড়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদের অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিলকিস নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জমিদাতা আলহাজ্ব কাজী আব্দুল মালেকের পুত্র কাজী গোলাম ওয়ারেশ।
বিশেষ অতিথি ছিলেন ৪নং নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী। অন্যান্যদের মধ্যে ইউপি সদস্য আজগার আলী, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল গফফার সরদার, নূর আহমেদ গাজী, ইয়াককুব আলী, আব্দুস সেলিম গাজী, রবিন ঘোষ, নূর ইসলাম সরদার, আফসার আলী, মিলন, রফিকুল ইসলাম, আরিফুল ইসলাম, আব্দুল মজিদ, প্রাক্তন শিক্ষক গোলাম রসূল, আব্দুল ওহাব, মুজিবুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক সজল ইসলাম, দীপংকর বিশ্বাস উপস্থিত ছিলেন। 8,767,047 total views, 7,607 views today |
|
|
|