তালা প্রতিনিধি : পরিবার পরিকল্পনা, মা ও শিশু স¦াস্থ্য কার্যক্রমে বিশেষ অবদান রাখায় তালার ১২ নং খলিলনগর ইউনিয়ন পরিষদ উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে তালা শিল্পকলা একাডেমী হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনা অফিস আয়োজিত বিশ^ জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠানে শ্রেষ্ঠ ইউনিয়নের নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ ১২ নং খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলুর হাতে শ্রেষ্ঠ ইউনিয়নের ক্রেস্ট তুলেদেন। উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সহকারী কমিশনার (ভূমি) রুহুল কুদ্দুস, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি প্রমুখ।