জুলাই ৩১, ২০২২
দেবহাটায় পূর্ব শক্রতার জের ধরে যুবককে কুপিয়ে জখম!
নিজস্ব প্রতিনিধি : দেবহাটায় পূর্ব শক্রতার জের ধরে আল-মাসুদ (২৫) নামে এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। এঘটনায় হামলার শিকার আল-মাসুদের মা জোহরা খাতুন বাদী হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে ও আহত আল-মাসুদ জানান, কামটা-গরানবাড়িয়া সড়কের পাশে তার বাবার পৈতৃক জমিতে বসবাস কালে তার চাচা আব্দুর রহমান সরদারের পরিবারের সাথে ছোট খাটো সমস্যা লেগেই থাকত। সে কারণে অন্যত্র বসতবাড়ি নির্মাণ করে পিতার পৈতৃক সম্পত্তি ছেড়ে চলে এসেছেন। কিন্তু পূর্বের বসবাসকৃত ২৮ শতক জমি শরিকদের কাছে বিক্রি করেন। যার মধ্যে আব্দুর রহমান সরদারের পরিবার অন্য একজনের থেকে ২০ শতক ক্রয় করে। বাকি ৮ শতক সেজ চাচা রফিকুল ইসলাম ক্রয় করেন। গত শনিবার ওই জমি শরিকদের মাঝে বুঝিয়ে দিতে মাপ যোগ চলছিল। শনিবার বেলা ১২টার দিকে আল-মাসুদ ঘটনাস্থলে পৌঁছালে কোন কারণ ছাড়াই পূর্বের শত্রæতার জের ধরে চাচা আব্দুর রহমানের ছেলে আব্দুস সালাম বাবলু (৪০) দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এঘটনায় বিচারের দাবিতে আহত যুবকের মা বাদী হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এবিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
8,766,803 total views, 7,363 views today |
|
|
|