জুলাই ২৩, ২০২২
ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি গভীর শোক
নিজস্ব প্রতিনিধি : মহান জাতীয় সংদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং সেই সাথে বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ- কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া শুক্রবার (২২ জুলাই) নিউইয়র্ক সময় বিকাল ৪টায় যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক এর মাউন্ট সিনাই হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি—রাজিউন) শোক বার্তায় বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বলেন, “মহান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও মর্মাহত। রাজনৈতিক অঙ্গনে যে অপূরণীয় ক্ষতি হয়েছে তার এ অভাব কখনও পূরণ হওয়ার নয়। সেই সাথে জাতি একজন বীর মুক্তিযোদ্ধা শ্রেষ্ঠ সন্তানকে হারাল। তিনি গাইবান্ধা-৭ আসন থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন। মহান মুক্তিযুদ্ধের সময় তিনি ১১ নং সেক্টরে যুদ্ধ করেছিলেন। দশম সংসদে ডেপুটি স্পিকারের চেয়ারে বসেন ফজলে রাব্বী মিয়া। একাদশ সংসদেও টানা দ্বিতীয় মেয়াদে মেয়াদে ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করে আসছিলেন। সংসদীয় গণতন্ত্রে অসামান্য অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন। 8,561,582 total views, 287 views today |
|
|
|