জুন ২০, ২০২২
আকস্মিক ঘুর্ণিঝড়ে উড়ে গেলো আশাশুনি খাজরা দাখিল মাদ্রসার টিনসেড খোলা আকাশের নীচে পরীক্ষা
নিজস্ব প্রতিনিধি : আকস্মিক ঘুর্নিঝড়ে উড়ে গেছে আশাশুনির খাজরা হাকিমিয়া দাখিল মাদ্রাসার ৫ কক্ষের টিনসেড। খোলা আকাশের নিচে পরীক্ষা দিতে হচ্ছে মাদ্রাসা পড়–য়া শিক্ষার্থীদের। অবিলম্বে সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও অভিভাবকবৃন্দ। রবিবার (১৯ জুন) দিবাগত রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটেছে। জানাগেছে, ১৯৮৫ সালে স্থাপিত মাদরাসার ৩টি আধাপাকা বিল্ডিং এর ১০ টি কক্ষে (অফিস সহ) ক্লাস পরিচালিত হয়ে আসছে। চার শতাধিক ছাত্রছাত্রী ও ১৩ জন শিক্ষক কর্মচারী নিয়ে মাদ্রাসা চললেও অবকাঠামোগত সমস্যায় জ্বর্জরিত প্রতিষ্ঠানটি। সরকারি সহায়তা বা অনুদান না পাওয়ায় শিক্ষক কর্মচারীরা নিজেদের অর্থে কক্ষ সংস্কার, চেয়ার- টেবিল ও আসবাবপত্র যোগান দিয়ে আসছেন।
এর আগে ঘুর্নিঝড় আম্ফানের তাÐবে মাদরাসার ৫টি কক্ষ উড়ে গেলে শিক্ষক- কর্মচারীরা নিজেদের অর্থে কক্ষগুলি মেরামত করেছিলেন। রবিবার রাতে আকস্মিক ঝড়ে ৫ টি কক্ষের টিনসেড আবারও উড়ে যাওয়ায় চলমান ষান্মাসিক পরীক্ষা নিতে হচ্ছে খোলা কক্ষে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু রায়হান জানান- পরীক্ষা নেওয়ার মত পরিবেশ তৈরি করতে আপদকালীন সময়ে জরুরী সহায়তার মাধ্যমে চালটি মেরামত করা খুবই জরুরী। বিষয়টি তাৎক্ষণিকভাবে ইউএনও স্যারকে অবহিত করেছি। 8,607,372 total views, 15,251 views today |
|
|
|