মে ৩১, ২০২২
কাদাকাটিতে ৩৫০ পরিবার পাচ্ছে সুপেয় পানি
নিজস্ব প্রতিনিধি : কোটি টাকা ব্যয়ে পানির প্লান্ট স্থাপন করে সুপেয় পানি সংকটে থাকা ৩৫০ পরিবারের সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করেছে আশাশুনি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। সুপেয় পানির কষ্টে থাকা ইউনিয়ন পরিষদ সংলগ্ন তেতুলিয়া, মিত্র তেতুলিয়া, ব্রাহ্মণ তেতুলিয়া ও টেকা কাশিপুর গ্রামের মানুষের মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা করতে উদ্যোগ গ্রহণ করে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর । জনস্বাস্থ্য প্রকৌশল, জিওবি ও ইউনিসেফের অর্থায়নে পানি সরবরাহ স্যানিটেশন ও স্বাস্থ্য শিক্ষা প্রকল্পের আওতায় কাদাকাটি ইউনিয়ন পরিষদ চত্বরে কোটি টাকা ব্যয়ে একটি পানির প্লান্ট স্থাপন করা হয়েছে। প্লান্ট থেকে ইতিমধ্যে সুপেয় পানি উৎপাদন কার্যক্রম পুরোদমে চলছে। পরিষদ চত্বর থেকে পাইপ লাইনের মাধ্যমে গ্রামগুলোর নির্বাচিত স্থানে ২৭টি পয়েন্টে ট্যাপ নির্মাণ করা হয়েছে। এসব ট্যাপ থেকে প্রতিদিন ৩৫০ পরিবারকে চুক্তিমত নির্দিষ্ট পরিমান পানি সরবরাহ করা হয়। এসব ট্যাপ থেকে প্রতিটি পরিবার তাদের জন সংখ্যার ভিত্তিতে মাসে ১০০ টাকা ব্যয়ে মাথা পিছু ১০ লিটার করে পানি গ্রহণ করবে।
ইউনিয়ন পরিষদ ওয়াটার ম্যানেজমেন্ট কমিটির পরিচালনায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ কমিটি নির্দিষ্ট বিধিনিষেধ ও নির্দেশনা মত প্লান্ট পরিচালনা করবে। প্লান্ট সংরক্ষণ ও আয় ব্যয়ের হিসাব নিরুপণ সহ সুষ্ঠু ভাবে প্লান্ট পরিচালনা করতে ম্যানেজমেন্ট কমিটি যথাযথ ভাবে দায়িত্ব পালন করবে। 8,610,749 total views, 2,406 views today |
|
|
|