মে ৩০, ২০২২
কলারোয়ার আম নিরাপদ ও রপ্তানিযোগ্য ..........নেদারল্যান্ড ডেপুটি অ্যাম্বাসেডর
ফারুক হোসাইন রাজ, কলারোয়া: সাতক্ষীরা কলারোয়ার আম চাষিরা কিভবে নিরাপদ বিষ মুক্ত ও স্বাস্থ সম্মত আম বাগান থেকে উৎপাদন করে কেমন প্রক্রিয়ায় চাষিরা আম ভেঙে প্রক্রিয়াজাতকরন করে বিদেশে রপ্তানি করছে সরেজমিনে পরিদর্শন করে কৃষকদের সাথে কথা বলে সন্তুষ্টির উদ্বেগ প্রকাশ করেছেন বেসরকারি এনজিও সংস্থা সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও এর সহযোগী সংস্থা উত্তরণের বাস্তবায়নে আসা নেদারল্যান্ড এমবেসি’র ডেপুটি অ্যাম্বাসেডর। গতকাল রবিবার (২৯ মে) দুপুরে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া এবং এর সহযোগী সংস্থা উত্তরণের বাস্তবায়নে নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় সফল প্রকল্পের আয়োজনে এক সভায় কলারোয়া পৌরসভা হলরুমে পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুলের সাথে সৌজন্য সাক্ষাত পরবর্তী মধ্যাহ্ন ভোজ করেন। সাক্ষাতের পূর্বে নেদারল্যান্ড এমবেসি’র ডেপুটি আ্যাম্বাসেডর কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়া হয় সফল প্রকল্পের পক্ষ থেকে । এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নেদারল্যান্ড এমবেসির ফার্স্ট সেক্রেটারি ওয়াটার ম্যানেজমেন্ট এন্ড ফুড সিকিউরিটি অফিসার, ফিন্যান্স কন্ট্রোলার, সিনিয়ার পলিসি অ্যাডভাইজর ওয়াটার ম্যানেজমেন্ট কর্মকর্তা রিয়াজ উদ্দীন খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাতক্ষীরা জেলা উপপরিচালক কৃষিবিদ নূরুল ইসলাম, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস, সলিডারিজড নেটওয়ার্ক এশিয়া, ঢাকার কান্ট্রি ম্যানেজার সেলিম রেজা হাসান, সাপ্লাই চেইন বিশেষজ্ঞ মুজিবুল হক, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ইন্দু ভূষন রায়, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া যশোরের কমোডিটি ম্যানেজার ফ্রুটস এন্ড ভেজিটেবলস ডঃ নাজমুন নাহার, রপ্তানিকারক এনএইচবি করপোরেশন’র কর্মকর্তা নাজমুল হায়দার ভূইয়া, রপ্তানিকারক জিয়েল ইন্টারন্যাশনাল লিমিটেডের কর্মকর্তা আরিফ হায়দার, সফল প্রকল্প উত্তরনের প্রোগ্রাম ম্যানেজার ইকবাল হোসেন, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া (প্রোগ্রাম অফিসার-সাপ্লাই চেইন) মোঃ মোস্তাফিজুর রহমান সাতক্ষীরাসহ এনজিও উত্তরনের কর্মকর্তাবৃন্দ। বিকালে উপজেলার হেলাতলা ইউনিয়নের ঝাপাঘাট গ্রামের আনারুলের আম বাগান পরিদর্শন করেন অতিথিরা। এ সময় সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া যশোরের কমোডিটি ম্যানেজার ফ্রুটস এন্ড ভেজিটেবলস ডঃ নাজমুন নাহারের সার্বিক তত্ত্বাবধানে সফল প্রকল্পের লিড ফার্মার শিখা রানী চক্রবর্তী অতিথিদের সুস্বাদু হিমসাগর আম পরিবেশন করে বলেন, এ অঞ্চলের কৃষকেরা পূর্বে কিভাবে চাষাবাদের মধ্যে দিয়ে নিরাপদ আম বাজারজাত করে আর্থিকভাবে লাভবান হওয়া যাবে এ বিষয়টি জানতো না সফল প্রকল্পের প্রশিক্ষণে চাষিরা আম চাষ করে এখন অনেকটা সাবলম্বি হয়েছে। মাটিতে বিষাক্ত কীটনাশক না ছিটিয়ে জৈব সার ব্যবহার করেন বীষ তেল স্প্রের পরিবর্তে মেহগনি গাছের ফলের তেল স্প্রে জৈব বালাইনাশক ফেরোমন ট্র্যাপ হলুদ ফাঁদ জৈব সার ব্যবহার করে এ অঞ্চলের কৃষকরা নিরাপদ বিষ মুক্ত আম চাষ করেন।
বিদেশে যাতে বিদেশে আরও বেশি পরিমান রপ্তানির করে কৃষকেরা বানিজ্যিক ও আর্থিক ভাবে সাবলম্বি হতে পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অনুরোধ করে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। সফল প্রকল্প সূত্র জানায়, কলারোয়া উপজেলা থেকে আবারও ২৫ মন হিমসাগর আম সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া এবং এর সহযোগী সংস্থা উত্তরণের মাধ্যমে রপ্তানিকারক প্রতিষ্ঠান জিয়েল জিয়েল ইন্টারন্যাশনাল লিমিটেড ও এনএইচবি করপোরেশনের মাধ্যমে ৩৫০০ টাকা প্রতি মন দরে যুক্তরাজ্যে রপ্তানি হবে। 8,583,164 total views, 10,934 views today |
|
|
|