এপ্রিল ১৯, ২০২২
খাজরায় বীর মুক্তিযোদ্ধাকে মারধরের হুমকি ও ভাঙচুরের মামলায় আটক এক
নুরুল ইসলাম, খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির খাজরার পল্লীতে এক বীর মুক্তিযোদ্ধাকে চাঁদার দাবিতে মারধরের হুমকি ও ঘরের দেওয়াল থেকে বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ছবি দা দিয়ে কেটে ফেলার মামলা দায়ের হয়েছে। মামলার তদন্ত শেষে হুমকি ও ছবি ভাঙচুরের মামলায় এক আসামীকে গ্রেফতার করেছে আশাশুনি থানা পুলিশ। মঙ্গল বার (১৯ এপ্রিল) সকাল ১১টায় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খালিয়া গ্রামের মৃত এফাজতুল্লাহ মোল্যার পুত্র বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের (৬৮) দায়েরকৃত চাঁদাবাজি ও প্রধান মন্ত্রীর ছবি ভাঙচুরের মামলার তদন্ত সম্পন্ন হয়। আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মোমিনুল হকের নেতৃত্বে এ তদন্ত সম্পন্ন হয়েছে বলে জানা যায়। তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত সন্দেহে এজাহারভুক্ত এক আসামীকে আটক করেছে আশাশুনি থানা পুলিশ। আটতকৃত আসামি খালিয়া গ্রামের মৃত নুরউদ্দীনের পুত্র শাহাবাদ্দীন সানা(৫৫)। বাদীর এজাহার সুত্রে জানা যায়,গত ২৩ মার্চ সকাল ১১টার দিকে মোঃ শাহাবুদ্দিন,মোঃ মোসলেম সানা,মোঃ ওয়াদুদ সানা,আলামনি ইসলাম ডালিম,রাজু গাজী, মনিরুল ইসলাম মনি সকল আসামি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের কাছে পূর্বে ২লক্ষ টাকা চাঁদা দাবিকৃত টাকা না দিতে পারায় তাকে মারধরের হুমকি দেয়। এক পর্যায়ে বলি মুক্তিযোদ্ধার বসতবাড়ির দেওয়ালে টাঙানো মাননীয় প্রধান মন্ত্রীর ছবি দা দিয়ে কুপিয়ে ভাংচুর করে তান্ডব চালায়। পরে বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আশাশুনি থানায় একটি এজাহার দায়ের করেন। পরে এজাহারটি আশাশুনি থানা পুলিশ আমলে নিয়ে নিয়মিত মামলায় তদন্ত করে এক আসামীকে আটক তরতে সক্ষম হয়েছে। এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক জানান,আমি নিজের জীবনের মায়া ত্যাগ করে ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহন করে দেশকে স্বাধীন করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় আজ শেষ বয়সে আমাকে চাঁদার দাবিতে হুমকি দিচ্ছে। আমার প্রধান মন্ত্রীর ছবি যারা দা দিয়ে কুপিয়েছে তাদেরকে আইনের সর্ব্বোচ্চ ধারায় শাস্তি কামনা করছি।
অপর দিকে আটককৃত শাহাবুদ্দীন সানার পরিবারের দাবি,তারা ষড়যন্ত্রের স্বীকার। তাদের দ্বারা এমন জঘন্য কাজ করা আদৌও সম্ভব নয় বলে তাদের দাবি। 8,617,565 total views, 9,222 views today |
|
|
|