মার্চ ৩০, ২০২২
খাজরায় মহা বারুণী উপলক্ষে পূর্নস্নান
নুরুল ইসলাম, খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির খাজরায় শ্রী শ্রী হরিচাদ ঠাকুরের মতুয়া সম্প্রদায়ের অনুসারীদের পুণ্য লাভের আশায় মহা বারুণী মেলা উপলক্ষ্যে কপোতাক্ষ নদে পূর্ন স্নান অনুষ্ঠিত হয়েছে। ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি প্রদ্বীপ কুমার চক্রবর্তী,বীর মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডল,দফাদার গোলক বিহারী রায়,সনাতন সরদার,গোপাল চন্দ্র রায়,বিপ্লব সেন,জগদীশ সানা,তারক চন্দ্র মন্ডল,ব্রজেন চক্রবর্তীর যৌথ সার্বিক ব্যস্থাপনায় এ পূর্ন স্নানে খাজরা,পিরোজপুর,দূর্গাপুর,গোয়ালডাঙ্গাসহ আশপাশের এলাকা হতে সহস্রাধীক হিন্দু সম্প্রদায়ের নারী,পুরুষ,শিশুরা অংশ গ্রহণ করে।
পরে খাজরা বাজার সার্বজনীন দূর্গা মন্দিরে আগত ভক্তবৃন্দের মানত উপলক্ষ্যে পূজা অনুষ্ঠিত হয়। একাধিক ভক্তবৃন্দ এ প্রতিবেদককে জানায়, চৈত্র মাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শতভিষা নক্ষত্র যোগ হলে সেই তিথি বারুণী নামে পরিচিত। এই তিথিতে স্নান করলে বহুশত সূর্যগ্রহনের জন্য গঙ্গাস্নানের যে ফল সেই ফল লাভ করা যায়। আমরা অনেকে বয়ঃবৃদ্ধ হওয়ায় গোপাল জেলার ওড়াকান্দি হারিচাঁদ ঠাকুরের মহা বারুণী মেলায় যেতে পারি না। তাই এই নিকটবর্তী কপোতাক্ষ নদে আমরা ¯œান করতে এসেছি। 8,619,848 total views, 11,505 views today |
|
|
|