মার্চ ১, ২০২২
খাজরায় বীর মুক্তিযোদ্ধার স্মৃতিচারণ ও আলোচনা অনুষ্ঠান
নুরুল ইসলাম, খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির খাজরায় মহান স্বাধীনতার মাসে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের উপর এক আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার (১ মার্চ) বিকাল চারটায় মহান স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের কর্মসূচীর আওতায় খাজরা ইউনিয়নের গদাইপুর ৭ ও তুয়ারডাঙ্গা ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য খায়রুল ইসলাম ও ইব্রাহিম খলিল টুকুর যৌথ সভাপতিত্বে তুয়ারডাঙ্গায় খাজরা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এবাদুল মোল্যা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের উপর স্মৃতিচারণ ও মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা এবাদুল মোল্যা,কামরুল ইসলাম বক্তব্য রাখেন।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না জন্মালে আমরা স্বাধীনতা পেতাম না। বাঙালী জাতি হিসিবে বিশ^ দরবারে মর্যদা পেতাম না। বক্তরা আরো বলেন,খাজরা ইউনিয়ন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা এবাদুল মোল্যা দেশের জন্য মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তাঁর দেশের জন্য এ ত্যাগ আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম কখনও ভুলবে না।
8,623,127 total views, 2,679 views today |
|
|
|