Site icon suprovatsatkhira.com

খাজরায় “বীর নিবাস” নির্মাণ কাজ শুরু

নুরুল ইসলাম, খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির খাজরায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আধুনিক গৃহ নিশ্চিত কল্পে বীর নিবাস নামে আধুনিক গৃহ নির্মাণ কাজ শুরু হয়েছে।
শুক্রবার ( ৪ মার্চ) সকালে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খালিয়া গ্রামে ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের বাড়ি গিয়ে দেখা যায়,পুরাতন জরাজীর্ণ ঘরের পাশেই আধুনিক বীর নিবাস নির্মাণ কাজ শুরু হয়েছে। নির্মাণ সামগ্রী ইট,বালু,খোয়া পাশে রাখা আছে। ঘরের ডিজাইন অনুযায়ী প্রাথমিক কাজ করতেও দেখা যায়।

আশাশুনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা যায়, বর্তমান সরকার দেশের অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আধুনিক গৃহ নিশ্চিত কল্পে মুজিব বর্ষে আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থ বছরে এ বীর নিবাস নির্মাণ কাজ শুরু হয়েছে। প্রত্যেকটি ঘরের জন্য ১৩ লাখ ৪৩ হাজার ৬শ ১৮ টাকা বরাদ্দ রাখা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে এ ঘর নির্মাণ করা হবে বলে জানা যায়। নির্মাণ কাজের ডিজাইন দেখে আরও জানা যায়,দুটি বেড রুম,খাওয়া ও রান্না ঘরসহ থাকছে স্বাস্থ্য সম্মত আরো দুটি টয়লেট।

বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক জানান,বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা মুজিব বর্ষে অসচ্ছল মুক্তিযোদ্ধা হিসিবে আমাকে এ ঘর উপহার দিয়েছে। আধুনিক এ ঘর পেয়ে আমি ও আমার পরিবার খুব খুশি।
এ বিষয়ে আশাশুনি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহাগ খান জানান,মুজিব বর্ষে খাজরা ইউনিয়নে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মধ্যে ২জনকে আধুনিক গৃহ বীর নিবাস নির্মাণ করা হবে। কাজের গুনগত মান সম্পূর্কে তিনি আরও বলেন উপজেলা থেকে বীর নিবাস নির্মাণ কাজ সঠিকভাবে বাস্তবায়ন করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে আমরা কাজ সম্পন্ন করব।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version