মার্চ ৪, ২০২২
খাজরায় “বীর নিবাস” নির্মাণ কাজ শুরু
নুরুল ইসলাম, খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির খাজরায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আধুনিক গৃহ নিশ্চিত কল্পে বীর নিবাস নামে আধুনিক গৃহ নির্মাণ কাজ শুরু হয়েছে। আশাশুনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা যায়, বর্তমান সরকার দেশের অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আধুনিক গৃহ নিশ্চিত কল্পে মুজিব বর্ষে আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থ বছরে এ বীর নিবাস নির্মাণ কাজ শুরু হয়েছে। প্রত্যেকটি ঘরের জন্য ১৩ লাখ ৪৩ হাজার ৬শ ১৮ টাকা বরাদ্দ রাখা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে এ ঘর নির্মাণ করা হবে বলে জানা যায়। নির্মাণ কাজের ডিজাইন দেখে আরও জানা যায়,দুটি বেড রুম,খাওয়া ও রান্না ঘরসহ থাকছে স্বাস্থ্য সম্মত আরো দুটি টয়লেট।
বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক জানান,বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা মুজিব বর্ষে অসচ্ছল মুক্তিযোদ্ধা হিসিবে আমাকে এ ঘর উপহার দিয়েছে। আধুনিক এ ঘর পেয়ে আমি ও আমার পরিবার খুব খুশি। 8,622,131 total views, 1,683 views today |
|
|
|