মার্চ ২, ২০২২
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ১৩ চিকিৎসকের যোগদান উন্মুক্ত হলো আউটডোর ও সিজারিয়ান সেবার দ্বার
সমীর রায়, আশাশুনি : আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে যোগদান করেছেন নতুন ১৩ চিকিৎসক। আল্ট্রাসোনগ্রাফি ও এ্যানেস্থেসিয়া সেবা সহ এবার আরও বেশি আউটডোর ও সিজারিয়ান সেবার দ্বার উন্মুক্ত হলো। এছাড়া ২৮ ফেব্রæয়াারি যোগদান করেছেন ৪২ বিসিএসের ডা. প্রসুন কুমার মন্ডল, ডা. তৃষ্ণা বসাক, ডা. ফরহাদ হোসেন, ডা. আশিকুর রহমান, ডা. সাদিয়া শারমিন, ডা. এসএম নাঈম হোসেন নয়ন ও মোস্তফা নাহিয়ান হাবিব। এসব চিকিৎসকের মধ্যে ডা. ফরহাদ এ্যানেস্থেশিয়া ও ডা. বিশ্বজিৎ আল্ট্রাসোনগ্রাফি প্রশিক্ষণ প্রাপ্ত। এর আগে ১২ জন সিনিয়র ষ্টাফ নার্স যোগদান করেছেন। তাদের মধ্যে কয়েক জন বিএসসি নার্স রয়েছেন। ২৯ টি পদের বিপরীতে বর্তমানে ২৫টি পদ পূরণ রয়েছে। যেটা এযাবত কালের মধ্যে সর্বোচ্চ অবস্থিতি।
এছাড়া জানুয়ারিতে যোগদান করেছেন প্যাথলজিষ্ট এমটিল্যাব মুস্তাফিজুর রহমান ও ফেব্রæয়াারীতে রেডিওগ্রাফার হিসেবে যোগদান করেছেন সাবরিনা ইসলাম মৌ। পরিসংখ্যানবিদ এর পদটি শূন্য প্রায় দুবছর। অফিস সহকারি আব্দুল খালেক ভারপ্রাপ্ত পরিসংখ্যানবিদ হিসাবে করোনাকালীন সময় থেকে দায়িত্ব পালন করে যাচ্ছেন। 8,625,983 total views, 5,534 views today |
|
|
|