মার্চ ১৯, ২০২২
আশাশুনিতে আজ থেকে স্বল্পমূল্যে টিসিবি’র পণ্য বিক্রি শুরু
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে পর্যায়ক্রমে প্রত্যেক ইউনিয়নে টিসিবি’র আওতায় স্বল্প মূল্যে চিনি, ডাল ও সয়াবিন তেল সরবরাহ করা হবে। উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, আশাশুনি উপজেলা ব্যাপী ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর কার্যক্রমের আওতায় স্বল্পমূল্যে মোট ১০০৪৬ জন কার্ডধারী পরিবারকে ৩ প্রকারের নিত্য প্রয়োজনীয় মালামাল সরবরাহ করা হবে। এর মধ্যে কার্ড প্রতি প্যাকেজে রয়েছে ৫৫ টাকা কেজি দরে ২কেজি করে চিনি, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি করে মশুর ডাল ও ১১০ টাকা কেজি দরে ২ কেজি করে সয়াবিল তেল। প্যাকেজ প্রতি মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৬০ টাকা। জানা গেছে, বানিজ্য মন্ত্রণালয়’র ট্রাকসেল কার্যক্রমের অংশ হিসেবে পূর্ব থেকে প্রত্যেক ইউনিয়নের মেম্বরদের মাধ্যমে সরবরাহকৃত কার্ড হিসেবে তালিকায় শোভনালী ইউনিয়নে মোট ৯৬০ জন, বুধহাটা ইউনিয়নে ১১৯৮ জন, কুল্যা ইউনিয়নে ৮৭৬ জন, দরগাহপুর ইউনিয়নে ৮২৩ জন, বড়দল ইউনিয়নে ৯৩০ জন, আশাশুনি সদর ইউনিয়নে ৯৪৫ জন, শ্রীউলা ইউনিয়নে ১০৭২ জন, খাজরা ইউনিয়নে ৭৭১ জন, আনুলিয়া ইউনিয়নে ৬৪৬ জন, প্রতাপনগর ইউনিয়নে ১১৫২ জন ও কাদাকাটি ইউনিয়নে ৬৭৩ জন মোট ১০০৪৬ পরিবারের মধ্যে উল্লেখিত মালামাল পর্যায়ক্রমে স্বল্পমূল্যে সরবরাহ করা হবে। আজ রোববার দিনভর উপজেলার বড়দল ও প্রতাপনগর ইউনিয়নে ইউনিয়ন পরিষদ চত্বরে কার্ডধারীদের মাঝে সরবরাহ করা হবে। উল্লেখ্য, পর্যায়ক্রমে প্রত্যেক ইউনিয়নে কার্ডধারীদের মাঝে এসব মালামাল উপজেলা প্রশাসনের তালিকাভূক্ত ট্যাগ অফিসারের উপস্থিতিতে স্বল্পমূল্যে সরবরাহকরা হবে। 8,623,124 total views, 2,676 views today |
|
|
|