ফেব্রুয়ারি ১৯, ২০২২
শ্রীউলায় কালভার্টের উদ্বোধন : উপকৃত হবে ৪ গ্রামের মানুষ
কামাল হোসেন, শ্রীউলা প্রতিনিধি : জলাবদ্ধতা নিরসনে এলাকা বাসীর অর্থায়নে নির্মিত হয়েছে আশাশুনির শ্রীউলা ইউনিয়নের লাঙ্গলদাড়িয়া গ্রামের গুরুত্বপূর্ণ একটি কালভার্ট। এটি নির্মাণ হওয়ায় বর্ষা মৌসুমে সংশ্লিষ্ট ৪ গ্রামের কয়েক হাজার মানুষ জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে। সংশ্লিষ্ট নাসিমাবাদ, বালিয়াখালি, লাঙ্গলদাড়িয়া ও কলিমাখালি (আংশিক) গ্রামের জলাবদ্ধতা নিরসনে এলাকার ছোট বড় চিংড়ি ব্যবসায়ীদের অর্থায়নে আনুমানিক দেড় লক্ষ টাকার বিনিময়ে এ কালভার্টি নির্মাণ করা হয়েছে। গত ১ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৯ ফেব্রুয়ারি কালভার্টির নির্মাণ কাজ শেষ হয়। এ এলাকায় প্রায় দুই হাজারেরও বেশি জনগণের বসবাস। এর আগে পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে অতিবৃষ্টির ফলে সমস্ত রাস্তাঘাট পানিতে তলিয়ে যেতো। এতে যাতায়াত ও স্কুলগামী ছাত্র-ছাএীদেরকে স্কুলে যেতে খুবই সমস্যার ভিতরে পড়তে হয়েছে। কালভার্টটি নির্মাণ হওয়ায় এসব এলাকার মানুষ খুব উপকৃত হবে। ইউপি চেয়ারম্যান বলেন- এই কালভার্টটি হওয়ায় আর সাধারণ মানুষকে যাতায়াতের জন্য কষ্ট করতে হবে না, স্কুলগামী ছোট বাচ্চাদেরও স্কুল যাওয়ার জন্য খুব সুবিধা হবে। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আলাউদ্দিন লাকী, সেচ্ছাসেবকলীগ নেতা মুকুল হোসেন নব-নির্বাচিত মেম্বর আব্দুর রাজ্জাক, নজরুল ইসলাম বাচ্চু,আবু হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি। 8,623,959 total views, 3,511 views today |
|
|
|