ফেব্রুয়ারি ৯, ২০২২
খাজরার সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা
সমীর রায়/নুরুল ইসলাম : আশাশুনিতে খাজরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে নির্বাচন পরবর্তী সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ জানুয়ারী নির্বাচনে ৯ নং ওয়ার্ডে আমি ও আনারুল ইসলাম প্রতিদ্বন্দ্বীতা করে দুজনেই ১১১৬ ভোট পেয়েছিলাম। ওই দিন বিদ্রোহী প্রার্থী অহিদুল ইসলাম কে হারিয়ে নৌকা প্রতীকের প্রার্থী শাহ নেওয়াজ ডালিম পূনরায় পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। আমি নৌকা প্রতীকের পক্ষে ও আনারুল আনারস প্রতীকের পক্ষে অবস্থান নিয়েছিলাম। এরপর থেকেই তার ষড়যন্ত্র শুরু হয়ে যায়।
এদিকে নির্বাচন কমিশন পুনঃ নির্বাচনের তফশিল ঘোষণা করে ৭ ফেব্রুয়ারি (সোমবার) ভোট গ্রহণ করেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন আশাশুনি উপজেলা একাডেমিক সুপার ভাইজার হাসানুজ্জামান। পুলিশ, ডিবি পুলিশ, আনসার ও ভ্রাম্যমান টিমের তদারকিতে শান্তি পূর্ণ ভাবে ভোট শেষ হয়েছে। ইব্রাহীম খলিল টুকু তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন আইনের প্রতি আস্থা রেখে আমি পূনঃ নির্বাচনে নিরঙ্কুশ ভাবে বিজয়ী হয়েছি। এখন এলাকায় কোন সংঘাত নয়। সবাইকে ধৈর্য ধরতে হবে। ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম এর নেতৃত্বে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ওয়ার্ডের উন্নয়ন করতে হবে। 8,627,685 total views, 7,235 views today |
|
|
|