ফেব্রুয়ারি ১৬, ২০২২
আশাশুনির মানিকখালি ব্রিজের টোল আদায় বন্ধের দাবিতে সেতুমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
আশাশুনি প্রতিনিধি: আশাশুনির মানিকখালি ব্রিজের টোল আদায় বন্ধ করার দাবিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন উপজেলার নবনির্বাচিত ১১জন ইউপি চেয়ারম্যান। বুধবার (১৬ ফেব্রুয়ারি) চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েই তারা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীরের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কাছে এই স্মরকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে বলা হয়, আশাশুনি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভাঙন কবলিত ও দুর্যোগ প্রবণ উপজেলা। এ এলাকার মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ মা রুহুল হকের প্রচেষ্টায় খোলপেটুয় নদীর উপর মানিকখালি ব্রিজ নির্মাণ করে সরকার। ব্রিজটি নির্মাণ ও উদ্বোধনের সময় টোল আদায়ের কথা ছিল না। ব্রিজটি উদ্বোধনকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন ব্রিজটি সম্পূর্ণ টোলমুক্ত থাকবে। কিন্তু সাতক্ষীরা সড়ক বিভাগের কিছু অসাধু কর্মকর্তার হঠকারী সিদ্ধান্তের কারণে প্রায় দেড় বছর ধরে ইচ্ছামত টোল আদায় করা হচ্ছে। আদায়কৃত টাকার অধিকাংশ ভাগ বাটোয়ারা হলেও সরকারি কোষাগারে জমা দেওয়া হয় নামমাত্র অর্থ। স্মারকলিপিতে আশাশুনি উপজেলার অবহেলিত মানুষের কথা চিন্তা করে অতি দ্রæত টোল আদায় বন্ধের জন্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হস্তক্ষেপ কামনা করা হয়েছে। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, উপজেলার খাজরা ইউপি চেয়ারম্যান এস এম শাহনেওয়াজ ডালিম, বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রভাষক মাহবুবুল আলম ডাবলু, দুর্গাপুরের চেয়ারম্যান শেখ মিরাজ আলী, আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপংকর সরকার দ্বীপ, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা ও আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান হাসানুজ্জামান হোসেন। 8,626,054 total views, 5,605 views today |
|
|
|