আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ৫০তম স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রিকেট প্রতিযোগিতায় সদর সাব-জোনের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করা হয়। দিনের প্রথম খেলায় চাপড়া হাইস্কুল বনাম আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মখোমুখি হয়। চাপড়া হাইস্কুল নির্ধারিত ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৭৪ রান করে। জবাবে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ৮.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়।
দ্বিতীয় খেলায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় বনাম কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয় দল মুখোমুখি হয়। কোদন্ডা দল নির্ধারিত ১০ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ৬৯ রান করে। জবাবে আশাশুনি সরকারি মাধ্যমিক ৬.১ ওভারে মাত্র ৩ উইকেটে জয়ের লক্ষ্যে পৌছে সাব জোন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক আনিছুর রহমান, আছাদুল হক, আরিফ বিল্লাহ ও সমীতোষ রায়। আজ (শনিবার) একই মাঠে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও ১৮ জানুয়ারি উপজেলা পর্যায়ে ৮ টি সাব-জোনের ফাইনালে জয়ীদের অংশগ্রহণে উপজেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে।