জানুয়ারি ১৬, ২০২২
খালিয়া প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের কাজ আবারও শুরু
খাজরা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনির খাজরায় ৫৮নং খালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন নতুন ভবন নির্মাণ দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও কাজ শুরু হয়েছে। রবিবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণ ঘুরে দেখা যায় দীর্ঘদিন বন্ধ থাকা কাজ শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা। পাথরের খোয়া, বালু, আর সিমেন্ট মিশিয়ে ঢালাইয়ের কাজ চলছে পুরোদমে। বালু দ্বারা পাইলিং করার পর এখন চলছে ২০ ইঞ্চি ঢালাইয়ের কাজ। স্থানীয় বাসিন্দা, স্কুলের অভিভাবক, শিক্ষকরা তাদের বিদ্যালয়ের কাজ কেমন হচ্ছে তা দেখার জন্য সকাল সকাল বিদ্যালয়ে অবস্থান করতে দেখা যায়। এ সময় আশাশুনি উপজেলা প্রকৌশলীর প্রতিনিধি উপ-সহকারী প্রকৌশলী কামরুল ইসলাম, প্রধান শিক্ষক মেহেদী হাসান, সহকারী শিক্ষক মনিন্দ্রনাথ মন্ডল, আয়ুব আলী, তাপসী মন্ডল, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহমান, বিদ্যোৎসাহী সদস্য নুরুল ইসলাম, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান জানান, বিদ্যালয়ের নতুন ভবনের কাজটি দীর্ঘ দিন বন্ধ থাকায় আমরা খুব ভোগান্তিতে ছিলাম। কোমলমতি শিশুদের করোনাকালীন সময়ে মারাত্মক দুর্ভোগ পোহাতে হয়েছে। আশাশুনি উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা প্রকৌশলীসহ সকলের সহযোগিতায় আবারও কাজ শুরু হয়েছে। আমরা সবাই খুশি। ঠিকাদারি প্রতিষ্ঠান শেখ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জানান, কাজটি দীর্ঘদিন বন্ধ ছিল এটা সত্য। আমরা আবারও নতুন করে কাজ শুরু করেছি। বেশি সংখ্যক শ্রমিক নিয়ে কাজটি দ্রæত শেষ করে দেব। তিনি এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন। উল্লেখ্য, প্রায় দুই বছর আগে এলজিইডি মন্ত্রণালয়ের অর্থায়নে ৫৮নং খালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য প্রায় ৭৭লক্ষ টাকা ব্যয়ে ৪ তলা ফাউন্ডেশন বিশিষ্ট একতলা বিদ্যালয় ভবন নির্মাণ টেন্ডারের মাধ্যমে কাজ শুরু করে শ্যামনগরের ঠিকাদারি প্রতিষ্ঠান শেখ এন্টার প্রাইজ। ৫ ধাপের ১ ধাপ কাজ সম্পন্ন করে প্রতিষ্ঠানটি কাজ বন্ধ করে দেয়। 8,632,759 total views, 12,309 views today |
|
|
|