আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সপ্তম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কোভিড-১৯ এর প্রথম ডোজ টিকাদান কার্যক্রমের ৫ম দিনে ৪৩৫০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে।
সোমবার (১৭ জানুয়ারি) দু’টি ইউনিয়নের শিক্ষার্থীদের টিকা প্রদান করা হয়।
আশাশুনি উপজেলা পরিষদ মিলনায়তে খাজরা ইউনিয়নের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের ৭ম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের টিকাদান করা হয়। একেন্দ্রে ২ হাজার ৩৫০ শিক্ষার্থীকে টিকা দেওয়া সম্ভব হয়। অপরদিকে রিভারভিউ কেওড়া পার্কে বুধহাটা ইউনিয়নের সকল মাধ্যমিক স্তরের স্কুল, মাদরাসা ও কলেজিয়েট স্কুলের ৭ম থেকে একাদশ শ্রেনির ২০০০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) দরগাহপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে দরগাহপুর ইউনিয়নের এবং চাপড়া রিভারভিউ কেওড়া পার্কে কাদাকাটি ইউনিয়নের সকল মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।