জানুয়ারি ১৩, ২০২২
আশাশুনিতে টিকাদান কার্যক্রমের ৩য় দিনে ৩৬০০ শিক্ষার্থীকে টিকা প্রদান
আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সপ্তম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কোভিড-১৯ এর প্রথম ডোজ টিকাদান কার্যক্রমের ৩য় দিনে ৩৬০০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দু’টি ইউনিয়নের শিক্ষার্থীদের টিকা প্রদান করা হয়। আশাশুনি উপজেলা পরিষদ মিলনায়তে প্রতাপনগর ইউনিয়নের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের ৭ম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের টিকাদান করা হয়। একেন্দ্রে ২ হাজার ২০০ শিক্ষার্থীকে টিকা দেওয়া সম্ভব হয়। অপরদিকে রিভারভিউ কেওড়া পার্কে শ্রীউলা ইউনিয়নের সকল মাধ্যমিক স্তরের স্কুল, মাদরাসার ৭ম থেকে একাদশ শ্রেনির ২৪০০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়। টিকানিতে আসা মানুষকে বহনকারী যানবাহন, সড়কের প্রতিদিন চলাচলকারী যানবাহনের ভিড়ে এদিনও সাতক্ষীরা-শ্রীউলা ভায়া আশাশুনি সড়কের মহেশ্বরকাটি থেকে ব্রিজ হয়ে আশাশুনি বাইপাস সড়কের বড় অংশ জুড়ে চরম যানজটের সৃষ্টি হয়। একই সাথে উপজেলা সড়কেও ছিল ব্যাপক যানজট ও মানুষের ভীড়ে বিপর্যস্ত।
সকাল থেকে ২ টা পর্যন্ত যানজটে পড়ে পথচারী, যানবাহন যাত্রী ও চালকদের মধ্যে কল্পনাতীত দুর্ভোগ নেমে আসে। এছাড়া দু’টি টিকাদান কেন্দ্রে শত শত শিক্ষার্থীদেরকে লম্বা লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা দুর্ভোগ পোহাতে হয়েছে। 8,637,037 total views, 2,036 views today |
|
|
|