ডিসেম্বর ২৭, ২০২১
খাজরায় দেশীয় অস্ত্রসহ আটক ৩
খাজরা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনির খাজরার পল্লীতে ২৩ পিচ রামদাসহ তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোমবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টায় খাজরা ইউনিয়নের রাউতাড়ার রাজবংশীপাড়া সংলগ্ন তিনরাস্তার মোড় থেকে তাদেরকে আটক করে পুলিশে খবর দেয়া হয়। আটককৃতরা হলেন, রাউতাড়া গ্রামের রুহুল কুদ্দুস শাহ, মিজানুর সরদার ও ভ্যান চালক ইনসাফ সরদার। এ বিষয়ে খাজরা ইউনিয়নের চেয়ারম্যান ও নৌকার মাঝি এস এম শাহনেওয়াজ ডালিম জানান, আসন্ন ৫ই জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সহিংসতা করার উদ্দেশ্যে আনারস প্রতীকের প্রার্থী অহিদুল মোল্যার কর্মী রুহুল কুদ্দুসের নেতৃত্বে পাইকগাছা উপজেলার চাঁদখালী থেকে ভ্যানযোগে বস্তায় করে রাউতাড়া গ্রামে রামদাসহ দেশীয় অস্ত্র আনা হচ্ছে এমন গোপন সংবাদ পাওয়া যায়। বিষয়টি তাৎক্ষণিক স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানোর পর আমার নেতা-কর্মীরা মোড়ে অবস্থান করতে থাকে। এসময় ভ্যানটি এসে রাউতাড়া গ্রামে পৌঁছালে তাদেরকে স্থানীয়রা আটক করে এবং তাদের কাছে বস্তায় ভর্তি অস্ত্রগুলো পাওয়া যায়। এসময় অস্ত্রসহ তাদেরকে আটক করে ইউনিয়ন পরিষদে রাখা হয়। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আশাশুনি থানার ওসি গোলাম কবির জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে অধিক তদন্ত করা হবে। তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
8,637,075 total views, 2,074 views today |
|
|
|