ডিসেম্বর ৯, ২০২১
নলতায় বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
নলতা (কালীগঞ্জ) প্রতিনিধি: সাতক্ষীরার নলতায় বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অধ্যাপক রুহুল হক পলিটেকনিক এ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে মানবধিকার জনকল্যান ফাউন্ডেশন (এমজেএফ) এর আয়োজনে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের বাস্তবায়নে সাইটসেভারস এর অর্থায়নে দিনব্যাপী এ সেবা প্রদান করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনিছুজ্জামান খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের সহকারী সার্জন ডাঃ জুবায়ের রিয়াজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের সিনিয়র অপসারভিস প্যারামেডিক্স আবুল বাশার, সাইস্টসেভারের ইনকুলেশন অফিসার আলিমুর রেজা, নলতা এএমআর কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ, নলতা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক, নবÍনির্বাচিত ইউপি সদস্য ইব্রাহিম খলিল, ইউনিয়ন ভূমি কর্মকর্তা রেজাউল ইসলাম, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, এমজেএফ’র নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম, সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম, সমাজকর্মী শাহÍআলম, মিডার নির্বার্হী পরিচালক দুলাল চন্দ্র দাশ প্রমুখ। এসময় প্রতিবন্ধী, বয়স্ক ব্যক্তি, দলিত, হিজরি, ও মহিলাদের জন্য বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পে চক্ষু সেবা ও ছানি সহ বিভিন্ন সমস্যার রোগী সানাক্ত করা হয়। এসব রুগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়। এছাড়া জটিল রোগীদের অপারেশনের জন্য খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়। এদিকে সেবা ক্যাম্প চলাকালে কালিগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আলÍমামুন কার্যক্রম পরিদর্শন করেন এবং সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এই ধরণের ক্যাম্প আরও হওয়া উচিত, তিনি কর্তৃপক্ষের কাছে জোর সুপারিশ করেন প্রতিবন্ধীরা যাতে ভালোভাবে সেবা পায় ।এম জে এফ এর নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম এই চক্ষু ক্যাম্পে যারা সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জ্ঞাপন করে এমন ধরণের ক্যাম্প যাতে সামনে আরও হয় তার প্রত্যয় ব্যাক্ত করেন। এ ক্যাম্পে থেকে ৭৬ জন রোগীকে বিনামূল্যে সেবা প্রদান করা হয়।
8,620,152 total views, 11,809 views today |
|
|
|